ইসলামী বিশ্ববিদ্যালয় ৪৬ দিনের ছুটি ঘোষণা

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গ্রীস্মকালীন, পবিত্র মাহে রমজান, শব-ই-ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামি ১ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত ৪৬ দিন আবাসিক হল ও ক্লাস ছুটি ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পহেলা জুন থেকে ১১ জুন পর্যন্ত গ্রীস্মকালীন ছুটি উপলক্ষে ৪ জুন থেকে ১১ জুন পর্যন্ত সকল আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আর ১১ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত পবিত্র মাহে রমজান, শব-ই-ক্বদর ও ঈদুল ফিতরের ছুটি উপলক্ষ্যে একাডেমিক ও কার্যক্রম ও আবাসিক হল বন্ধ থাকবে। তবে ১১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত যথারীতি প্রশাসনিক কার্যক্রম চলবে। আবার ২ জুলাই থেকে ১৪ জুলাই ঈদুল ফিতর উপলক্ষ্যে সকল অফিস বন্ধ থাকবে।

এছাড়া, ১৫ জুলাই থেকে প্রশাসনিক সকল কার্যক্রম ও ১৭ জুলাই থেকে ক্লাস পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। আর পবিত্র রমজান মাসে সকাল ৯টা হতে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত অফিসসমূহ চলবে।

এব্যাপারে যোগাযোগ করা হলে, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইকবাল হোসাইন জানান, আগামি ৪ জুন থেকে সকল আবাসিক হল বন্ধ থাকবে। আর ১৭ জুলাই সকাল ৯ টায় সকল আবাসিক হল খুলে দেয়া হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।