ঝিনাইদহের শৈলকুপায় এক গৃহবধুকে শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যা

আহমেদ নাসিম আনসারী,ঝিনাইদহ প্রতিনিধি ১০ মার্চ -২০১৪ :ঝিনাইদহের শৈলকুপায় জুলিয়া খাতুন (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার রাতের কোন এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটলেও শ্বশুলালয় তা ধামাচাপা দেয়। জুলিয়া আত্মহত্যা করেছে বলে রোববার বিকালে বাবার বাড়িতে জানানো হয় এবং লাশ দাফনের চেষ্টা করা হয়। আজ সোমবার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত জুলিয়ার দুলাভাই আরিফ হোসেন জানান, শৈলকুপার নলখোলা গ্রামের আরিফ শিকদারের সাথে চার বছর আগে কুষ্টিয়ার খোকসা উপজেলার গণেশপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে জুলিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জুলিয়ার স্বামী আরিফ শিকদার তাকে মারপিট করে আসছিল। নির্যাতন, স্বামীর পরকিয়া সহ নানা বিরোধীতা করায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে স্বজনদের অভিযোগ। তার মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ ব্যপারে পদক্ষেপ নেয়া হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।