জাবিতে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছুকদের আবেদন ১৮ মার্চ থেকে ২৩ মার্চ

জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরkhulna-university_41936_0নগর বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছুকদের আবেদন ফরম ১৮ মার্চ থেকে ২৩ মার্চ সংগ্রহ করতে পারবে।

কোটায় ভর্তির জন্য আবেদন ফরম অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায় ২০০ টাকা দিয়ে আগামী ১৮ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে ক্রয় করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে। যারা পাস করেছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে।

এ বছর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী কোটা ছাড়া অন্য কোটায় ৮৭টি আসন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় প্রতি বিভাগে চারটি আসন, খেলোয়াড় কোটায় ১২টি আসন, সাংস্কৃতিক কোটায় ১০টি আসন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তফসিলি সম্প্রদায় কোটায় ৩০টি আসন, প্রতিবন্ধী কোটায় ১৫টি আসন এবং ভিসি পদাবলে মুক্তিযোদ্ধা সন্তান ভর্তির কোটায় ২০টি আসন নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভর্তি সংক্রান্ত সব তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admission) পাওয়া যাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।