সরকারি প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ স্থগিত পরীক্ষা ২৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক : প্রশ্নপত্রBy9SS ফাঁসের কারণে স্থগিত হওয়া ১৭টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ওই পরীক্ষা ১৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরদিন উপজেলা পরিষদের নির্বাচন থাকায় পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়।
ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ১৭টি জেলায় প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রার্থীদের নামে নতুন করে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। আগের প্রবেশপত্রই কার্যকর হবে। প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।