নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ৫৪৫ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। শিক্ষা ভবনে এমপিও কমিটির সভায় তাদের বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
আরো পড়ুন: আরো নয় হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত
সভায় অংশ নেয়া কর্মকর্তারা দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানান, বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ৫৪৫ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৪৮, চট্টগ্রামের ৫৭, কুমিল্লার ৪১, ঢাকার ৫৮, খুলনার ৮৯, ময়মনসিংহের ৯৭, রাজশাহীর ৬৪, রংপুরের ৬৫ এবং সিলেট অঞ্চলের ২৬ জন শিক্ষক আছেন।