আরো নয় হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত

Image

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া প্রায় নয় হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটি। নতুন এমপিওভুক্ত হতে যাওয়া ৮ হাজার ৮০৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে স্কুলের ৭ হাজার ৭১৪ জন ও কলেজের এক হাজার ৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এ ছাড়াও ৫ হাজার ৮৪৮ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ৫৪৫ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়। এ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৭ হাজার ৭১৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫৭৫ জন, চট্টগ্রামের ৭২৯ জন, কুমিল্লার ৬৬২ জন, ঢাকার ৭২৭ জন, খুলনার এক হাজার ৪৪৫ জন, ময়মনসিংহের এক হাজার ৩০৪ জন, রাজশাহীর ৭০২ জন, রংপুরের এক হাজার ১২৭ জন এবং সিলেটের ৪৪৩ জন রয়েছেন।

কলেজের এক হাজার ৯৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৪২ জন, চট্টগ্রামের ৭২ জন, কুমিল্লার ৮০ জন, ঢাকার ৯২ জন, খুলনার ১৯৭ জন, ময়মনসিংহের ১৫৬ জন, রাজশাহীর ১৬৩ জন, রংপুরের ১৫২ জন এবং সিলেট অঞ্চলের ৩৯ জন রয়েছেন।

এনটিআরসিএর মাধ্যমে বিভিন্ন স্কুল-কলেজে নিয়োগ সুপারিশ পাওয়া নতুন শিক্ষকরা ও গত কয়েক মাসে বিধান মতো নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরাও এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। নভেম্বর মাসের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

এদিকে বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ৫ হাজার ৮৪৮ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ৫ হাজার ২৯১ জন এবং কলেজের ৫৫৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের ৫ হাজার ২৯১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২১৯ জন, চট্টগ্রামের ১৮০ জন, কুমিল্লার ২৩২ জন, ঢাকার ৫৫৩ জন, খুলনার ৯৪১ জন, ময়মনসিংহের ৬০৬ জন, রাজশাহীর ৭৯৬ জন, রংপুরের এক হাজার ৬০১ জন এবং সিলেটের ১৬৩ জন রয়েছেন।

অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৫৫৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৩, চট্টগ্রামের ১৯ জন, কুমিল্লার ৩৯ জন, ঢাকার ৬৬, খুলনার ৫২ জন, ময়মনসিংহের ৫২, রাজশাহীর ২১৩ জন, রংপুরের ৭১ জন ও সিলেট অঞ্চলের ২২ জন রয়েছেন।

অন্যদিকে বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ৫৪৫ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৪৮ জন, চট্টগ্রামের ৫৭ জন, কুমিল্লার ৪১ জন, ঢাকার ৫৮ জন, খুলনার ৮৯ জন, ময়মনসিংহের ৯৭ জন, রাজশাহীর ৬৪, রংপুরের ৬৫ জন এবং সিলেট অঞ্চলের ২৬ জন শিক্ষক আছেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।