সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রথম ধাপের লিখিত পরীক্ষা ২৪ নভেম্বর নেওয়ার পর দ্রুত ফল প্রকাশ করা হবে। এরপর মৌখিক পরীক্ষা শেষ করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। অধিদপ্তরের এক কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।
আরো পড়ুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনে ফাটল,দুর্ঘটনার আশঙ্কা
আরও জানা গেছে, প্রথম ধাপের মৌখিক পরীক্ষা চলাকালেই দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার পর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে। ৩১ জানুয়ারির মধ্যে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়া আগামী মার্চ-এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের।
গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ।
তিন ধাপে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ১১ লাখ ৪৯ হাজার ৪৩১ জন। এর মধ্যে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৭০০ চাকরিপ্রার্থী।