নিজস্ব প্রতিবেদক,২৬ ডিসেম্বর ২০২২:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাবির অধিভুক্ত কলেজ সমূহ জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://7college.du.ac.bd/) খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়।
আরও পড়ুন:খুবিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তি শুরু ২৭ ডিসেম্বর
প্রকাশিত ফলাফল অনুযায়ী মোট ১৬৫টি আবেদনের বিপরীতে ৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যারমধ্যে ইংরেজি বিভাগের দুইজন, মনোবিজ্ঞান বিভাগের একজন এবং ইতিহাস বিভাগের তিনজন শিক্ষার্থী রয়েছেন।
প্রকাশিত তথ্যানুযায়ী সাত কলেজের ইংরেজি , মনোবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, সমাজকর্ম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, মার্কেটিং, দর্শন, ভূগোল ও পরিবেশ, পদার্থ বিজ্ঞান, প্রাণিবিদ্যা, পরিসংখ্যান, অর্থনীতি, উদ্ভিদ বিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন বিষয়ের খাতা পুনঃনিরীক্ষা করা হয়েছে।