স্টাফ রিপোর্টার,ঢাকা, ২৭ আগস্ট :
সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএসে আবেদন জমা পড়েছে তিন লাখেরও বেশি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবার মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। সেই হিসেবে ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৫৬ জন প্রার্থী।
নিয়োগের বিজ্ঞপ্তি ও প্রক্রিয়া
শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২২ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলে ২২ আগস্ট পর্যন্ত। যারা নির্ধারিত সময়ে আবেদন করেছেন, তারা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পান।
এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল সাধারণ প্রার্থীদের জন্য ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। প্রার্থীদের বয়সসীমা ছিল ২১ থেকে ৩২ বছর।
শূন্যপদের বিবরণ
মোট ৬৮৩টি শূন্যপদের মধ্যে সরকারি সাধারণ কলেজে প্রভাষক নিয়োগ হবে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে নিয়োগ হবে ৩০ জনকে।
-
বাংলা বিভাগে সর্বাধিক ৬১টি পদ
-
রাষ্ট্রবিজ্ঞান ৫৫টি
-
ইংরেজি ৫০টি
-
অর্থনীতি ৪০টি
-
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩২টি
-
দর্শন ও রসায়ন ৩০টি করে
এছাড়াও বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
পরীক্ষার পদ্ধতি
বিশেষ বিসিএসের পরীক্ষাপদ্ধতি সাধারণ বিসিএসের থেকে ভিন্ন।
-
এখানে প্রিলিমিনারি পরীক্ষা নেই।
-
লিখিত পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ নেওয়া হবে।
-
মৌখিক পরীক্ষায় ১০০ নম্বরে মূল্যায়ন করা হবে।
পিএসসি কর্মকর্তাদের মতে, লিখিত পরীক্ষা অক্টোবরের প্রথম সপ্তাহে হতে পারে। তারিখ নির্ধারণ হলে তা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।