নিজস্ব প্রতিবেদক,৬ মে ২০২৩: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দেশের আট বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে এ পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। একই দিনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আরো পড়ুন: ৪৩তম বিসিএসের ফল চলতি মাসে: পিএসসি চেয়ারম্যান
ইতিমধ্যে প্রার্থীদের প্রবেশপত্রও দেওয়া হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। একই দিনে দুটি পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। এ পরিস্থিতিতে যুব উন্নয়ন ইনস্টিটিউটের পরীক্ষার একদিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম আজ শনিবার (৬ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যুব উন্নয়ন ইনস্টিটিউটের পরীক্ষা ২০ মে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু সবাইকে জানানো বাকি। দ্রুত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
জানা গেছে, ৪৫তম বিসিএসের জন্য আবেদন করেছেন তিন লাখ ৪৬ হাজার প্রার্থী। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক পদটিও প্রথম শ্রেণির। এটিতে আবেদন করেছেন প্রায় পাঁচ হাজার প্রার্থী। আবেদনে প্রার্থীর খরচ হয়েছে ৫৬০ টাকা।