ডেস্ক,২৬ ডিসেম্বর ২০২২:
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ২৯ ডিসেম্বর ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শুরু হবে। এদিন সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণ ও কারিগরি/ পেশাগত উভয় ক্যাডারের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আটটি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেয়া হবে।
পিএসসিরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার হলে ঘড়ি, মানিব্যাগ, মোবাইল, ক্রেডিট কার্ড বা কোনো প্রকার ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এসব পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে।