৩০ সেপ্টেম্বরের মধ্যে রাবির হল-ক্যাম্পাস খোলার দাবি

Image

মহামারি করোনাভাইরাসের কারনে দীর্ঘ দেড় বছর পর সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল ও ক্যাম্পাস খোলাসহ ৩ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তাদের দাবিগুলো হচ্ছে- আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক হল খোলা, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে মেস মালিকরা যেন কোনো ধরনের অর্থ গ্রহণ করতে না পারে, ভর্তি পরীক্ষার সময় সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর জন্য হেল্প ডেক্স দেওয়ার অনুমতি দেওয়া।

শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সভায় হল ও ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। একাডেমিক কাউন্সিলের সভা ছাড়া হল ও ক্যাম্পাস খোলার সুযোগ নেই।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।