২১ কোটির অ্যাপে ২১ মনোনয়নপত্র

Image

তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এসে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২ হাজার ৭৪১ জন। এসব মনোনয়নপত্রের মধ্যে মাত্র ২১টি জমা পড়েছে অনলাইনে।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে

ইসির সিস্টেম ম্যানেজার রফিকুল হক গণমাধ্যমকে জানান, অনলাইনে ৩৬৯ জন নিবন্ধন করলেও জমা দিয়েছেন ২১ জন। এ প্রার্থীরা কোনো দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাকি স্বতন্ত্র, তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

প্রার্থীদের সুবিধার্থে একটি অ্যাপ তৈরি করেছিল নির্বাচন কমিশন। এই অ্যাপ বানাতে সব মিলিয়ে কমিশনের খরচ হয়েছে ২১ কোটি টাকার মতো।

অ্যাপটি চালু করার মূল উদ্দেশ্য হলো মনোনয়নপত্র জমা দিতে গিয়ে কোনো প্রার্থী যাতে বাধাপ্রাপ্ত না হন, তা নিশ্চিত করা। কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা এই সুবিধা কাজে লাগাতে পারছেন না। কারণ, ভোটারদের সমর্থনসূচক তালিকার ভার বহন করার সক্ষমতা ওই অ্যাপের না থাকায় তা সরাসরি জমা দিতে হচ্ছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীকে ওই তালিকা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগেই সরাসরি রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, চলতি একাদশ সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে সারাদেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।