হিজাবে হেডফোন, আটক ৩ পরীক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন ভর্তিচ্ছু ছাত্রীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিকেলে ব্যবসায় প্রশাসন অনুষদের ‘সি২-৩’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি ১২০, ১২৩ ও ১৩৫ কক্ষ থেকে তাদের আটক করা হয়।

এর মধ্যে দুজনকে হিজাব পরে কানে হেডফোন দিয়ে একজনের সঙ্গে তথ্য আদান-প্রদান করছিল। আর অপরজন ওএমআর সেট কোড পরিবর্তন করায় আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টিতে ১২০ ও ১২৩ নম্বর কক্ষের দুজন ছাত্রী হিজাবের ভেতর কানে হেডফোন দিয়ে তথ্য আদান-প্রদান করে অসদুপায় অবলম্বন করছিল। এ সময় তাদের দুজনের কাছ থেকে দুটি হেডফোন ও মোবাইল জব্দ করা হয়। অপরজনকে একই ভবনের ১৩৫ নম্বর কক্ষ থেকে ওএমআর সেট কোড পরিবর্তন করার দায়ে আটক করা হয়।’

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানাবেন বলে জানান তিনি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।