‘সুশিক্ষা পেলে সন্তান কখনো জঙ্গি হয় না’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘কোনো সন্তানই সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে জন্মগ্রহণ করে না।’

তিনি বলেন, ‘দূষিত পরিবেশ তাদের বিপথগামী করে। প্রত্যেকটি সন্তান যাতে সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে উঠতে পারে সেক্ষেত্রে পিতা-মাতার মনোযোগ ও যত্নের কোনো বিকল্প নেই। মনে রাখা দরকার সুশিক্ষিত সন্তান কখনো সন্ত্রাস বা জঙ্গিবাদের পথে যায় না।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচ তলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীগণের পোষ্যদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শিক্ষা সহায়ক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

অনুষ্ঠানে এ বছর ১২৪ জন পোষ্যদের মধ্যে প্রত্যেককে ১২ হাজার থেকে শুরু করে ১৮ হাজার পর্যন্ত মোট ১৬ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করা হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।