সুবিধাবঞ্চিত প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

৬৩তম ফেলোশিপ দিবস-২০১৬ উপলক্ষে সুবিধাবঞ্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপ।

শনিবার রাজধানীর সামাজিক শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক।

এ সময় ছিলেন, সংগঠনটির সহসভাপতি এম আই চৌধুরী, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সামাজিক শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল বাহার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ১৯৬২ সালে স্থাপিত ও ১৯৭৩ সালে জাতীয়করণ হওয়ার পরেও স্কুলটির দুরাবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সরকারের কাছে স্কুলটি মেরামত ও অনুদানের জন্য আবেদন জানান।

নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক বলেন, বয়সের অনুপাতে এর দুরাবস্থা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। বর্তমানে গ্রামে-গঞ্জে উন্নত শিক্ষা পৌঁছে গেছে। কিন্তু ঢাকার ভেতরে এই ধরনের একটি স্কুল থাকতে পারে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।