সব শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন ছুটি চায় প্রাথমিক শিক্ষকরা

ছুটি-শিক্ষাবার্তা

ডেস্ক,১৭ মার্চ ২০২৩: সব শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন ছুটি নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যারয় প্রধান শিক্ষক সমিতি।

পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়নি। তাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের সঙ্গে মিল রেখে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নির্ধারণের দাবি জানিয়েছে শিক্ষক সংগঠনটি।

আরো পড়ুন: ৮ বছরেও বাস্তবায়িত হয়নি প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেড

শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নির্বাহী সম্পাদক স্বরুপ দাস দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানান, পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রাথমিকের শিক্ষার্থী ও শিক্ষকরা রোজা রাখেন। এদেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ মুসলিম। তাই, মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে মিল রেখে প্রাথমিকের ছুটি নির্ধারণ করা যৌক্তিক হবে।

উল্লেখ্য ২০২৩ খ্রিষ্টাব্দে প্রাথমিক বিদ্যালয়ে ৫৪দিন ও মাধ্যমিক বিদ্যালয়ের ৭৬ দিন ছুটি রয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।