সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করতে হবে

mujuru_shikkha

নিজস্ব প্রতিবেদক | ১০ মে, ২০২১
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় উদ্যোগে শহীদ মিনার স্থাপনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত নকশা অনুসারে পাঁচ স্তম্ভ বা তিন স্তম্ভ বিশিষ্ট শহীদ মিনার নির্মাণ করতে হবে প্রাথমিক বিদ্যালয়গুলোকে। স্কুলের জায়গার সদ্ব্যবহার করে প্রাঙ্গনের উপযুক্ত স্থানে শহীদ মিনার নির্মাণ করতে হবে।

রোববার (৯ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে সব উপজেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। একইসাথে সব স্কুলে শহীদ মিনার স্থাপনের নকশা মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে পাঠানো হয়েছে।

অধিদপ্তর বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের অভিন্ন নকশা প্রণয়ন করে মাঠ প্রাঙ্গনে স্থাপন উপযোহী দুইটি নকশা প্রেরণ করা হলো। পাঁচ স্তম্ভবিশিষ্ট ও তিন স্তম্ভবিশিষ্ট দুইটি অপশনের ক্ষেত্রেই বিভিন্ন উচ্চতায় স্তম্ভের সাইজের ছক দেয়া আছ।

অধিদপ্তর আরও বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণের জন্য সরকার থেকে কোন টাকা বরাদ্দ করা হয় না। এটি স্থানীয় উদ্যোগে নির্মাণ করতে হবে।

তাই, এ নকশ দুটির মধ্যে স্থানীয় উদ্যোগে যেকোন একটি নকশা অনুসরণ করে সরকরি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর আরও বলছে, বিদ্যালয়ের জায়গার সদ্ব্যবহান করে বিদ্যালয় প্রাঙ্গনের উপযুক্ত স্থানে শহীদ মিনার নির্মাণ করতে হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।