সপ্তাহে ছয়দিন খোলা থাকবে রাবির কেন্দ্রীয় গ্রন্থাগার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় গ্রন্থাগার সপ্তাহে ছয়দিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে গ্রন্থাগার প্রশাসক। শুক্রবারে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক সুভাষ চন্দ শীল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গ্রন্থাগারের ডিসকাশন রুমসহ পাঠ কক্ষসমূহ সকাল ৯টা থেকে রাত ৮টা এবং আগামী ৫ আগস্ট থেকে প্রতি শনিবার গ্রন্থাগারের ডিসকাশন রুমসহ পাঠ কক্ষসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

উল্লেখ্য, গত রোববার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গ্রন্থাগার সপ্তাহে সাতদিন খোলা রাখাসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। সোমবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।