ডেস্ক,২১ ফেব্রুয়ারি ২০২৩: প্রাথমিক স্কুলের কোনো শিক্ষিকা সন্তান নিতে চাইলে প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে, এমন একটি কথা কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে।
বিষয়টি শিক্ষকদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। তবে বিষয়টি পুরোপুরি গুজব বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাশিদুল হাসান আর নেই
গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটি পুরোপুরি ভুয়া তথ্য।