সংসদ অভিমুখে নিয়োগবঞ্চিত প্যানেল শিক্ষকরা

১ঢাকা : হাইকোর্টের রায় অনুযায়ী নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাওয়ের পর সংসদ অভিমুখে রওনা দিয়েছেন নিয়োগবঞ্চিত প্যানেল শিক্ষকরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকে তাদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি দেবেন তারা।

মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টা থেকে নিয়োগবঞ্চিত প্যানেল শিক্ষক পরিষদের ব্যানারে সাধারণ শিক্ষকরা মানববন্ধন, বিক্ষোভ ও অধিদপ্তর ঘেরাও করেন। এরপর পুলিশ তাদের সেখান থেকে হটিয়ে দিলে তারা সংসদ অভিমুখে রওনা দেন।

আন্দোলনকারীরা বলেছেন, প্যানেলভুক্ত ২৮ হাজার শিক্ষকের মধ্যে রিট জয়ী ১৬ হাজার শিক্ষককে নিয়োগ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সংসদেও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেছেন, প্রাথমিকের ১৭ হাজার খালি পদে হাইকোর্টের রিট জয়ীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

কিন্তু আদালতের রায় এবং মন্ত্রীর বক্তব্য উপেক্ষা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২৮ হাজারের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ১৭ হাজার শিক্ষককে নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করে। এতে করে রিট জয়ী ১৬ হাজার শিক্ষকের মধ্যে ৮ হাজার শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন।

নিয়োগবঞ্চিত শিক্ষকরা নিয়োগের দাবিতে এ আন্দোলন করে যাচ্ছেন। সংগঠনটির কার্যকরী সদস্য আবদুল হালিম  বলেন, ‘শূন্য এবং সৃষ্ট পদসহ ৪০ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ খালি আছে। প্যানেলভুক্ত সবাইকে নিয়োগ দিলেও ১২ হাজার পদ খালি থাকবে।’

তিনি বলেন, ‘হাইকোর্ট বলেছে রিট জয়ী সবাইকে নিয়োগ দিতে। অধিদপ্তর নিয়োগ দিচ্ছে মেধানুযায়ী। এতে করে দেখা যাচ্ছে, চার বছর ধরে মামলা লড়ে রায় পেলাম যারা, তারাই বঞ্চিত হচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের ৪২ হাজার প্যানেল শিক্ষক ছিলেন। তার মধ্যে চার বছর আগে ১৪ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়েছিল ইউনিয়ন ভিত্তিতে। ওই নিয়োগ দেয়ার কথা ছিল উপজেলা ভিত্তিতে, হয়েছে ইউনিয়ন ভিত্তিতে।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।