সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

Image

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমেরিকা আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে, আমরাও সেই ধরনের পরামর্শ দেবো।

স্কুল খোলার পর যুক্তরাষ্ট্রের করোনার সংক্রমণ বেড়েছে। আমাদের এখানেও সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা শুক্রবার (১০ সেপ্টেম্বর) সাংবাদিকদের এমন প্রশ্নে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী শুক্রবার রাজধানীর তিতুমীর কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।

তিনি বলেন, এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে অনুমতি আসেনি। ডব্লিউএইচও অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিশুদের করোনা আক্রান্তের হার কম।

টিকা পাওয়া সাপেক্ষে গণটিকা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, এ মাসেই চীন থেকে দুই কোটি টিকা পাওয়া যাবে। প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে আগামী তিন মাসে। কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কেনা হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।