ষষ্ঠ-সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন শুরু ৫ নভেম্বর, সূচি প্রকাশ

Image

আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। মাধ্যমিক পর্যায়ের স্কুল ও দাখিল মাদরাসাগুলোতে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এ দুই শ্রেণির মূল্যায়ন চলবে।

গতকাল বৃহস্পতিবার এ দুই শ্রেণির মূল্যায়নের সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ সূচিটি প্রস্তুত করেছে।

এনসিটিবি জানিয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে সব শ্রেণি কার্যক্রম ও মূল্যায়ন ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি প্রণয়রয় করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিদ্যমান কর্মদিবসের সঙ্গে শিখন কার্যক্রম সমন্বয় করে প্রয়োজনীয় গাইডলাইন ও মূল্যায়ন পরিকল্পনা ইতোমধ্যে অধিদপ্তরগুলোতে পাঠানো হয়েছে। মূল্যায়নের জন্য ৫ নভেম্বরের আগেই শ্রেণি কার্যক্রম শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে এনসিটিবি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।