শেখ হাসিনা নয়, শরীয়তপুরের বিশ্ববিদ্যালয় হবে বঙ্গবন্ধুর নামে

Image

শরীয়তপুরে একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে একটি আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছিল। খসড়া অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নাম হওয়ার কথা শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। তবে এ নামটি পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর’।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংশোধনী এনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয় পাচ্ছে ঠাকুরগাঁও, আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাব ছিল। সেটি নীতিগত অনুমোদন ছিল। নামকরণ করা হয়েছিল শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়।

তিনি আরও বলেন, আজকে আইনের খসড়া বিস্তারিত উপস্থাপন করা হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। বিস্তারিত আলোচনার পর এটি অনুমোদন হয়েছে। তবে এটি শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় নয়, এটির নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর। এ নামে এটি আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।