শূন্যপদে শিক্ষক নিয়োগ দিতে লিগ্যাল নোটিশ

ঢাকা:p_130849 উচ্চ আদালতে রায়ের আলোকে সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার ৪৪৪ টি শূন্যপদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া রেজিস্ট্রি ডাক যোগে এ নোটিশ পাঠান।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) ও সকল জেলার ডিসি ও শিক্ষা অফিসারকে ৭ দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ১৮ মে সারা দেশে সদ্য জাতীয়করণ কৃত প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদের শূন্যপদে নিয়োগের নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এই নির্দেশের আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৬ জুন সকল জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর  ও জেলা প্রশাসককে বিদ্যমান জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদের শূন্যপদে নিয়োগের জন্য অফিস আদেশ জারি করে।

এই চিঠি পাওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদের শূন্যপদের সংখ্যা নিয়ে জটিলতার সৃষ্টি হয়।

ইতিপূর্বে আদালতের রায়ের সময় ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে আইন শাখার সহকারি পরিচালক রাষ্ট্রপক্ষের এফিডেভিট দিয়ে ১৭,৪৪৪ টি শূন্যপদ দেখান।

উক্ত এফিডেভিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার রায়ে ১৭,৪৪৪ টি শূন্যপদের নিয়োগের জন্য নির্দেশ দেয়।

উচ্চ আদালতের রায় মেনে অবিলম্বে শুন্যপদে নিয়োগ দিতে বলা হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।