দামুড়হুদায় শিক্ষার্থীদের স্কুল ও কলেজগামী করতে কোচিং বন্ধ।

indexhyকিছু কিছু জায়গায় হচ্ছে না মানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী এলাকায় কোচিং- প্রাইভেট বন্ধ করতে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত উপজেলা নিরবাহী ম্যাজিস্ট্রেট ফরিদুর রহমানের নির্দেশে গত ১৫ই অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সমগ্র উপজেলায় এই মাইকিং করা হয়। এবং এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।যুগোপযোগী এই উন্নয়নমূলক সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করায় এলাকার শুশীল সমাজ এবং সচেতন মহল উপজেলা নিরবাহী ম্যাজিস্ট্রেট ফরিদুর রহমানকে প্রশংসা এবং সাধুবাদ জানিয়েছেন। তবে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ আইন মানা হচ্ছে না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিষয়টি খটিতে দেখতে কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানিয়েছে সচেতন মহল।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।