শিক্ষক হত্যায় তিনদিনের রিমান্ডে রাবি শিক্ষার্থী অনিন্দ্য

1468508285993রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যায় গ্রেফতারকৃত একই বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম অনিন্দ্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে মহানগর হাকিম আদালত।

বুধবার দুপুরে আদালতে শুনানি শেষে বিচরক খালিদ হাসান এ আদেশ দেন।

আনিন্দ্য রাজশাহী মহানগর আওয়ামিলীগের সভাপতি  এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই ও ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত ২ জুন দিবাগত রাত্রে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়।

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক রেজাউস সাদিক তার বিরদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টায় নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।