শিক্ষক বাতায়নে সেরা কনটেন্ট নির্মাতা কিভাবে হবেন?

Image

শিক্ষক বাতায়নে সেরা কনটেন্ট নির্মাতা হবার উপায় জানালেন সেরা কনটেন্ট নির্মাতা স্বরুপ দাস।

১) প্রথমেই আপনাকে মডেল ডিজিটাল কন্টেন্ট প্রণয়ন করতে হবে।

২) নিয়মিত শিক্ষক বাতায়নে কনটেন্ট আপলোড করতে হবে। সম্ভব হলে প্রতি সপ্তাহে ১টি করে।

৩) যে কনটেন্টটি  তৈরি করবেন তার সাথে  শিখনফলের মিল থাকতে হবে।

৪) যারা সেরা কনটেন্ট নির্মাতা হয়েছে তাদেরকে লিংক দিয়ে কনটেন্টটি সমালোচনা করতে হবে। কি করলে আরো একটি ভাল হতো।

৫) শিখনফলের সাথে মূল্যায়ন যে প্রশ্ন দিয়ে করছেন তার মিল থাকতে হবে।

৬) কনটেন্ট আপলোডের সাথে সাথে ব্লগ লিখতে হবে। ব্লগে কনটেন্টের লিংক দিতে হবে।

৭) কারো কনটেন্ট কপি করা যাবে না।

সর্বপরি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সময় ছবি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেনঃ- ছবিটি অবশ্যই বিষয় সংশ্লিষ্ট হয়, শিক্ষাক্রমের বিশেষ উদ্দেশ্য এবং শিক্ষাংগনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু করার মত হয়, শিক্ষার্থীদের জীবন ঘনিষ্ট বা পরিচিত পরিবেশ প্রদর্শন করে, আমাদের দেশীয় ছবি হয়।

তবে একান্তই দেশীয় ছবি না পাওয়া গেলে বিদেশী ছবি নেওয়া যেতে পারে। আমাদের সামাজিক মুল্যবোধ, রীতি নীতি, ধর্মীয় চেতনার পরিপন্থি না হয়, রাষ্ট্রীয় আদর্শ, মূলনীতি এবং বিভিন্ন নীতির পরিপন্থি না হয় এবং অবশ্যই যেন শিক্ষার্থীদের বয়স উপযোগী হয়। যেখান থেকে সহজেই চাহিদামত উপকরণ বেছে নিয়ে তা শ্রেনি কক্ষে ব্যবহার করা যায়। এক্ষেত্রে ভিডিও এ্যানিমেশনসহ অন্যান্য উপকরণ ডাউনলোড করার ধারণা থাকলেই চলবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।