নিজস্ব প্রতিবদক,২৫ মার্চ ২০২৩: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির আবেদন গ্রহণ আগামীকাল রোববার (২৬ মার্চ) থেকে শুরু হচ্ছে। ২৬ থেকে ২৮ মার্চ অনলাইনে নির্ধারিত সার্ভারে (http://ttms.dpe.gov.bd/login) লগইন করে শিক্ষকরা আন্তঃবিভাগ বদলির আবেদন করতে পারবেন।
আরো পড়ুন: প্রাথমিকের নতুন রুটিনে অসন্তোষ শিক্ষকরা
তবে সিটি কর্পোরেশনে বদলির আবেদন করা যাবে না। আগামী ৩১ মার্চের মধ্যে বদলির কার্যক্রম শেষ করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আন্তঃবিভাগ বদলিতে শিক্ষকরা সর্বোচ্চ তিনটি করে স্কুল পছন্দের সুযোগ পাবেন।
গত বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।