রুয়েটের আবাসিক হল খুলবে ২৮ অক্টোবর

Image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলসমূহ আগামী ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে খুলে দেওয়া হবে।

রোববার (৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে ৯৩ তম জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. সেলিম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

সেলিম হোসেন জানান, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান রয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসের বাইরে অবস্থান করে পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে সশরীরে অংশগ্রহণ করছেন। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট আগামী ২৮ অক্টোবর থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।