রাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাবি প্রতিনিধি : ছাত্র 4444_24518আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের সোমবার সকাল ৮টার মধ্যে আবাসিক হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

রোবাবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি মুহম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিন্ডিকেট সদস্য আমজাদ হোসেন শিক্ষাবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভিসির বাসভবনে রোববার সন্ধ্যা ৭টায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। এই সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, রোববরা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার বর্ধিত ফি বাতিল ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মুহুর্মুহু হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এ সময় ৩০ জন গুলিবিদ্ধসহ শতাধিক শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।