সাইফুল ইসলাম,রাবি :রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে ছাত্রী শাখার প্রাথমিক কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের নৃবিজ্ঞান বিভাগের গ্যালারীতে এ কর্মসূচির আয়োজন করা হেয়।
‘সংগঠনের শক্তি সংহত করি, লক্ষ্য অর্জনে বহুমুখী সৃজনশীলতা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শান্তা সূত্রধর। এসময় প্রধান অতিথি ছিলেন, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক রাখি দাশ পুরো কায়স্তো, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাবি শাখার কার্যালয় কমিটির সদস্য মাহাবুবা কাণিজ কেয়া, রাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাশেদা খালেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাধুরী রায় চৌধুরী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,বাংলাদেশসহ সারা বিশ্বে নারী পুরুষের মাঝে অসাম্প্রদায়িকতা, মানবীয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি সমতাপূর্ণ অবস্থার সৃষ্টি করতে হবে। এজন্য নারী সমাজকে সচেতন করে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, নারীরা এখন সাহসিকতার সাথে প্রতিবাদ করতে শিখেছে। ঘরের কোনে বসে থাকার মধ্যে কোন বীরত্ব নেই। নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করলে সেখানেই প্রতিবাদ করতে হবে। বাংলাদেশে মহিলা পরিষদ সেক্ষেত্রে নারী আন্দোলনের অগ্রদূতের ভূমিকা পালন করছে।