যেসব শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ মাউশির

মাধ্যমিক-শিক্ষা

ডেস্ক,১২ নবেম্বর ২০২১ঃ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনা অনুযায়ী এমপিওভুক্ত হচ্ছেন ৭৭০জন ডিগ্রি তৃতীয় শিক্ষক। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন কলেজে গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ পাওয়া এসব শিক্ষককে এমপিওভুক্ত করার ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

আরো খবরঃ কারা পাবেন শিক্ষা সহায়ক ভাতা ?

মঙ্গলবার সব আঞ্চলিক পরিচালকদের এই নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়। একইসঙ্গে এসব শিক্ষকের তালিকাও প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি স্তরে নিয়োগ পাওয়া ৮৪১ জন তৃতীয় শিক্ষককে শর্তপূরণ সাপেক্ষে এমপিওভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছিল। মন্ত্রণালয়ের নির্দেশনা ও শর্তে বলা হয়েছিল,২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ পাওয়াদের এমপিওভুক্ত করা হবে।

আদেশে আরও বলা হয়, ২০১০ সালের ৪ ফেব্রুয়ারির পর থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ পাওয়া ৭৭০ জন ডিগ্রি পর্যায়ের তৃতীয় শিক্ষককে অনলাইনে এমপিও অন্তর্ভুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব আঞ্চলিক পরিচালক অনুরোধ করা হলো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।