২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেছে। আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ ফল প্রকাশ করা হতে পারে। এদিন সম্ভব না হলে পরদিন সোমবার ফল প্রকাশ করা হবে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর। তিনি বলেন, একটি গ্রুপ বিষয়টি নিয়ে কাজ করছে। যতটুকু জেনেছি, রোববার বিকেলে ফল প্রকাশ হতে পারে। না হলে সোমবার প্রকাশ করা হবে।
আরো পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ থেকে
এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে চলে পরীক্ষা। এবার দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ৩৮০টি।