মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষনা

Image

নিজস্ব প্রতিবেদক,৩০ জানুয়ারী ২০২৩: সোমবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি নীতিমালা, অনলাইন আবেদনের সময়সূচি ও ভর্তি পরীক্ষার সুর্নিদিষ্ট তারিখ নির্ধারনের জন্য আলোচনা করা হয়।

আগামী ১০ মার্চ ২০২৩ তারিখে এই পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন: ফেল করেও নোবিপ্রবিতে ভর্তির সুযোগ

সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহারিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) এবং ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) নীতিশ চন্দ্র সরকার।
তবে দাপ্তরিকভাবে সুনির্দিষ্ট দিন তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।