মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেদেশের সেনাবাহিনীর নির্মম নির্যাতনের ঘটনায় নির্বাক প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের
অপরাজেয় বাংলায় ‘ স্টপ জেনোসাইড’ শিরোনামে এক মূকাভিনয় প্রদর্শনীর মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন এই কর্মসূচীর আয়োজন করে। দুটি গল্পের সমন্বয়ে এ মূকাভিনয় প্রদর্শন করা হয়। প্রথমটিতে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু এবং সাঁওতাল সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতার চিত্র ফুটিয়ে তোলা হয়। আর দ্বিতীয় গল্পে মিয়ানমারে রাখাইন রাজ্যের বিপর্যস্ত মানবিক অবস্থা , সেনাবাহিনীর নৃশংসতা , মিয়ানমার- বাংলাদেশ সীমান্তের বাস্তবতা ও বিশ্ব মোড়লদের নীরবতার চিত্র তুলে ধরা হয়। মূকাভিনয় প্রদর্শনীর নির্দেশনায় ছিলেন ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশনের পরিচালক মীর লোকমান। বিভিন্ন চরিত্রে মূকাভিনয় করেন বিশ্বজিৎ চক্রবর্তী , এমরান হোসেন , গাজী মেহেদী, আল আমিন, মৌসুমী মৌ, সাইফুল্লাহ সাদেক ও মীর লোকমান। প্রদর্শনী শেষে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ। শিক্ষকদের পক্ষ থেকে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড . ফাদার তপন ডি রোজারিও বক্তব্য রাখেন। তিনি বলেন, সমগ্র বিশ্বের সকল ধর্ম- বর্ণের মানুষ শান্তিতে থাকুক। মিয়ানমারে চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশনের সভাপতি শাহরিয়ার শাওন, মাইম এ্যাকশনের পরিচালক মীর লোকমান ও শিক্ষার্থী রায়হান রাহীসহ অনেকেই। মীর লোকমান বলেন, আমরা শুধু মুসলমান নয় একজন মানুষ হিসেবে এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের প্রতিবাদ অমানবিকতা , অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে বলছি , শিল্পী সমাজের প্রতিনিধি হিসেবে বলছি , ’ হে বিশ্বের মানুষ সকল, আপনারা আওয়াজ তুলুন এই বর্বরোচিত মানবতাবিরোধী অপরাধের বিপরীতে’ ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।