মার্কশিট পাবেন অটোপাস শিক্ষার্থীরা, বিতরণ শিগগিরই

এইচএসসি

ডেস্ক,১ ফেব্রুয়ারী:
পরীক্ষা না হলেও এইচএসসি ও সমমান পরীক্ষায় (অটোপাস) উত্তীর্ণ সব শিক্ষার্থী একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) পাবেন। সেই সাথে তাদের সার্টিফিকেটও দেবে শিক্ষা বোর্ডগুলো।

খুব শিগগিরই শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।

সোমবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম সাংবাদিকদের এতথ্য জানান।

তিনি বলেন, আমাদের ছাত্র-ছাত্রীরা পূর্বের মতোই একাডেমিক ট্রান্সক্রিপ্ট পাবে। সেটি দিয়ে তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সেজন্য আমরা দ্রুত একাডেমিক ট্রান্সক্রিপ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দেব। আমরা প্রথমে একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিবো। এর পর আমরা সার্টিফিকেটগুলো পাঠাবো বলেও জানান তিনি।

এর আগে গত শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা না হওয়ায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীই পাস করেছেন। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।