মহিলার কোমরে হাত রেখে বিজ্ঞাপনের শুট করতে হবে শুনেই সেট ছেড়ে চলে গিয়োছলেন সচিন,কিন্তু কি হয়েছিল

Image

এক মহিলার কোমরে হাত রেখে হাঁটতে হবে শুনে বিজ্ঞাপনে কাজ করতে অস্বীকার করেছিলেন সচিন তেন্ডুলকর। ১৬ বছরের সচিনের সেই ঘটনার কথা জানালেন পরিচালক প্রহ্লাদ কক্কর। বিজ্ঞাপন জগতেও যিনি খ্যাতি অর্জন করেছিলেন।খবর আনন্দবাজার

একটি নরম পানীয়ের বিজ্ঞাপনে ছিলেন ১৬ বছরের সচিন। সেই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন প্রহ্লাদও। তিনি বলেন, “আমি সচিনকে বলেছিলাম এক মহিলা প্রতিযোগিতায় জিতে এই বিজ্ঞাপনে সুযোগ পেয়েছে। তাঁর কোমরে হাত রেখে তোমাকে ক্রিকেটারদের বক্সে যেতে হবে। বিজ্ঞাপনে এটাই শুট হবে। সচিন বলে দিয়েছিল পারবে না। কোনও মেয়ের সঙ্গে ওই ভাবে হাঁটতে স্বচ্ছন্দ নয় ও।”

আরো পড়ুন: ৫ উইকেটরক্ষক লড়াই: ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে কাকে?

সচিন বাড়ি চলে যেতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রহ্লাদ। তিনি বলেন, “পরে আমি বলেছিলাম যে, মেয়ে নয়, এক জন বাচ্চা ছেলেকে নিয়ে যেতে হবে ক্রিকেটারদের বক্সে। কারণ সেই ছেলেটাই প্রতিযোগিতা জিতেছে।”

সচিনের এখন ৫০ বছর বয়স। ৩৪ বছর আগের সেই ঘটনা জানালেন প্রহ্লাদ। ভারতীয় দলের হয়ে তার পর ইতিহাস তৈরি করেছিলেন সচিন। তাঁর ১০০টি শতরানের রেকর্ড এখনও ভাঙতে পারেননি কেউ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।