মন্ত্রণালয়ে বসেই পর্নোগ্রাফি, নারী কর্মী বরখাস্ত!

অনলাইন ডেস্ক  : মন্ত্রণালয়ের কার্যালয়ে এবং লিফটে পর্নোগ্রাফি ছবি তোলায় এক নারী কর্মীকে বরখাস্ত করেছে বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, বেলজিয়ামের ব্রাসেলসে মন্ত্রণালয়ের কার্যালয় ও লিফটে এক নারী নগ্ন ছবি তোলেন। ছবিগুলো অনলাইনে দেওয়ার পরই তা ছড়িয়ে পড়ে। পর্নো ছবি তোলায় ওই নারী কর্মীকে বরখাস্ত করা হয়েছে। তিনি ওই মন্ত্রণালয়ে ছয় বছর ধরে কাজ করছেন। তবে ওই নারী বলেছেন, ছবিগুলো ছিল তাঁর একান্ত ব্যক্তিগত। এর সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই।

তবে ওই নারীর ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এসব ছবি টুইটারে দিয়ে তিনি (ওই নারী কর্মী) মন্ত্রণালয়ের মর্যাদাহানি করেছেন। পরে নিজের বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে ঊর্ধ্বতন আদালতে অভিযোগ দায়ের করেন ওই নারী কর্মী। কিন্তু আদালতের রায়ও তার বিপক্ষে যায়।

যেসব নারী ও পুরুষ ‘যৌন সেবা’ দিয়ে থাকে, তাদের ওপর ফ্রান্স টিভির এক প্রতিবেদনে প্রশাসনিক কর্মী পরিচয় দেয়া ওই নারীকে দেখে প্রথমবারের মতো সনাক্ত করা হয়।

ওই নারী বলেছেন, ‘চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর থেকে লোকজন আমার সঙ্গে যে আচরণ করছেন, তাতে নিজেকে ‘কুষ্ঠ রোগী’ বলে মনে হচ্ছে।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।