ভিকারুননিসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

Image

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রতিষ্ঠানটির এক শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তিনি ভিকারুননিসার বসুন্ধরা শাখার ইংরেজি শিক্ষক। ভুক্তভোগী শিক্ষার্থীও ওই শাখার ছাত্রী।

গত ২৩ আগস্ট নবম শ্রেণির ওই শিক্ষার্থীর বাবা তার মেয়েকে যৌন হয়রানি করা হয়েছে উল্লেখ করে
ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছে গত ২৩ আগস্ট ওই শিক্ষার্থীর বাবা তার মেয়েকে যৌন হয়রানির একটি লিখিত অভিযোগ করেন। গত ৩১ আগস্ট সহকারী কমিশনার আল আমিন হালদারকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেন বিভাগীয় কমিশনার।

আরো পড়ুন: ভিকারুননিসা নূন স্কুলে অবৈধ ভর্তি নিয়ে তোলপাড়

লিখিত অভিযোগে বলা হয়, ‘আমার মেয়ে ভিকারুননিসা স্কুলের বসুন্ধরা শাখার নবম শ্রেণির দিবা শাখার ছাত্রী। ওই শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক আবু সুফিয়ানের কাছে সে প্রাইভেট পড়তে যেত। ওই শিক্ষক প্রাইভেট পড়ানোর ফাঁকে বিভিন্ন সময় আমার মেয়েকে অশালীন খুদেবার্তা (এসএমএস) পাঠিয়েছে, যেগুলো খুবই আপত্তিকর ও সম্মানহানিকর। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। আমি এ ঘটনার প্রতিকার চাই।’

ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘২ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত জমা হয়নি। আশা করছি আগামীকাল সোমবার প্রতিবেদন পাব। এসব ইস্যুতে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কেউ দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

ভিকারুননিসার বসুন্ধরা শাখার এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষক আবু সুফিয়ান তার বাসায় ব্যাচভিত্তিক প্রাইভেট পড়ান। তার বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা এড়িয়ে গেছে।’

উল্লেখ্য, ২০১১ সালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বাংলা শিক্ষক পরিমল জয়ধর ওই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে ধর্ষণ করেন। ওই ঘটনায় ২০১৫ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।