ভিকারুননিসার দুই শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Image

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যা প্ররোচনার মামলায় দুই শিক্ষিকা নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) আদালতের বেঞ্চ সহকারী মো. হিমেল বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন: এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন পরোয়ানা জারি করেন। হিমেল বলেন, মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে বদলি হয়ে এ আদালতে আসে। আগে মামলাটির তারিখ ধার্য ছিল। সে দিন আসামিরা হাজির হননি। ২৮ মার্চও তারিখ ধার্য ছিল। এদিনও তারা আসেননি। এজন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আগামী ১৮ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। ১৮ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। অরিত্রীর আত্মহত্যার ঘটনায় ২০১৮ সালের ৪ ডিসেম্বর তার বাবা দিলীপ অধিকারী রাজধানীর পল্টন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।