ব্র্যাক ছাত্রীকে যৌন হয়রানি, ঢাবির আইবিএ শিক্ষক বরখাস্ত

ব্র্যাক ছাত্রীকে যৌন হয়রানি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক ড. ওয়াসেল বিন সাদাতকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিন্ডিকেট সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন।

সিন্ডিকেটে সভা সূত্র জানায়, ওয়াসেল বিন সাদাত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে এক ছাত্রীর থিসিস সুপারভাইজার ছিলেন তিনি। গত ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও ওয়াসেল সেই ছাত্রীকে থিসিসের কাজের কথা বলে আসতে বলেন। পরে আইবিএ-তে যৌন হয়রানি করেন। ভুক্তভোগী ছাত্রী প্রমাণসহ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করলে তা ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কাছেও পাঠানো হয়। উপাচার্য আইবিএ এর পরিচালককে বিষয়টি নিয়ে প্রাথমিক রিপোর্ট দিতে বলেন। পরে সেই রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ওয়াসেলকে সাময়িক বরখাস্ত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী কর্তৃক আনীত যৌন অভিযোগের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষক ওয়াসেল বিন সাদাতকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই শিক্ষকের বিষয়টা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যৌন নিপীড়নবিরোধী যে সেল বা কমিটি আছে সেখানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।