বেসরকারি স্কুল-কলেজের কমিটি গঠনে নতুন গেজেট প্রকাশ

Image

নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা সংশোধন করে গেজেট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার প্রকাশিত এ গেজেট ইতোমধ্যেই দেশের সব শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

গেজেটে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। একই ব্যক্তি দুইবারের বেশি সভাপতি পদে মনোনীত হতে পারবেন না। প্রবিধান ৬ সংশোধন করে নতুন প্রবিধান প্রতিস্থাপন করা হয়েছে, যা কমিটি গঠনের প্রক্রিয়ায় কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন প্রবিধান কার্যকর হলে শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি নেতৃত্বের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের বিষয়টি স্পষ্ট হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।