বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশির মহাপরিচালক

Image

নিজস্ব প্রতিবেদক,২৭ জানুয়ারী ২০২৩:

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আমহেদ বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি বাস্তবায়ন হওয়া অনেক জটিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি হলে মাউশি তা বাস্তবায়ন করবে।

শুক্রবার শিক্ষাবার্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

আরো পড়ুন; পাঠ্যবইয়ের সংশোধনী শিক্ষক-শিক্ষার্থীর কাছে পৌঁছানোর নির্দেশ

মাউশি ডিজি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। বদলির বিষয়টি এমপিও নীতিমালাতেও উল্লেখ রয়েছে। তবে বদলি বাস্তবায়ন করা অনেক কঠিন।

অধ্যাপক নেহাল আমহেদ জানান, এটা ঠিক যে; এমপিওভুক্ত শিক্ষকদের বেতন অনেক কম। অনেকেই নিজ বাড়ি থেকে অনেক দূরের প্রতিষ্ঠানে চাকরি করছেন। তবে আমাদের এটিও দেখতে হবে; বদলি চালু হলে হাওড় এলাকা, পার্বত্য অঞ্চলসহ পিছিয়ে থাকা জায়গাগুলোতে শিক্ষক সংকট দেখা দেবে। এই অঞ্চলগুলো দুর্গম হওয়ায় শিক্ষকরা এখানে থাকতে চাইবেন না।

মাউশি মহাপরিচালক আরও জানান, বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে আমরা আপাতত ভাবছি না। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পরিপত্র জারি হলে তখন তা বাস্তবায়নের কাজ করবে মাউশি। এর আগে এ বিষয়ে কোনো কিছু বলা যাচ্ছে না।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।