বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু ৩ জুলাই

Image

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে দেশের বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু হবে আগামী ৩ জুলাই থেকে। এরপর আগামী ৯ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা তাদের জন্য বরাদ্দকৃত আসনে ভর্তি হতে পারবেন।

বৃহস্পতিবার (২২ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: বেসরকারি মেডিকেলে ভর্তির দ্বিতীয় ধাপের ফল যেভাবে দেখবেন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজে দেশী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৩৩৩২টি আসনের বিপরীতে অনলাইনে আবেদন করেছেন ৬৩৫৪ জন।

গত ১৩ জুন মেধা এবং প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী বর্ণিত ৩৩৩২ জনকে আসন বরাদ্দ পূর্বক এসএমএস প্রেরণ করা হয়। তন্মধ্যে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নিশ্চায়ন করেছে ৩১০৮ জন। অটোমাইগ্রেশন শেষে দেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অবশিষ্ট ২২৪টি আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে একই ভাবে সমসংখ্যক প্রার্থী নির্বাচন করে গত ২০ জুন এসএমএস প্রেরণ করা হয়।

শিক্ষার্থীদের নিশ্চায়নের শেষ তারিখ আগামী ২৫ জুন নিশ্চায়ন শেষে পরবর্তীতে কলেজ ভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির তারিখ আগামী ০৩ জুলাই হতে শুরু হয়ে চলবে আগামী ০৯ জুলাই পর্যন্ত।

এছাড়াও সরকারি মেডিকেল কলেজসমূহে অনলাইনে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় মেধা ও পছন্দের ভিত্তিতে স্বয়ক্রিয়ভাবে শিক্ষার্থী নির্বাচিত হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বর্তমান ভর্তি প্রক্রিয়ায় প্রকৃত মেধা মূল্যায়িত হওয়ার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত এবং কারো কোনো অভিযোগ থাকে না।

২০২২-২০২৩ খ্রি. শিক্ষাবর্ষে-বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া অনলাইনে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় শুরু হওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের হয়রানি, অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের পথ বন্ধ হয়েছে এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের সুযোগ সৃষ্টি হওয়ায় বিষয়টি জনগণের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।