দামুড়হুদায় বাস উল্টে আহত ১৫

সবুজ কবির : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শুক্রবার সকালের দিকে রাস্তায় পড়ে থাকা ইটভাটার কাদায় পিছলে একটি যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন।

সকাল সাড়ে ৭টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে দামুড়হুদা থানার এসআই কামাল হোসেন জানান।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, আহত ১৫ জনের মধ্যে চারজনের আঘাত ‘গুরুতর’ হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

ওই চার জন হলেন- শহরের সবুজ পাড়ার লিটন বিশ্বাস (৪০), পৌর এলাকার কেদাগঞ্জের আশরাফুল ইসলাম (৩৫), জীবননগর উপজেলার লিটন হোসেন (৪৫) ও দামুড়হুদার জয়রামপুর গ্রামের আরজিনা বেগম (৩৫)।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলের পাশে বেশ কয়েকটি ইটের ভাটা রয়েছে। ভাটাগুলোতে ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়া হয়। ওই মাটির কিছু অংশ ট্রাক্টর থেকে রাস্তায় পড়ে ছিল। ভোরের দিকে বৃষ্টির কারণে তা কাদা হয়ে পথ পিচ্ছিল হয়ে যায়।

সকালে ফাইম ফয়সাল পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে দর্শনার দিকে যাওয়ার পথে ওই রাস্তায় চাকা পিছলে উল্টে পড়ে বলে এসআই কামাল জানান।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।