প্রাথমিকে বদলির ভুয়া আদেশ: অধিদপ্তরের সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা সিটি কর্পোরেশন ও এর আশেপাশের উপজেলা-থানা এবং জেলা পর্যায়ের সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের পছন্দ মত প্রতিষ্ঠানে বদলি  হতে উঠে পড়ে লেগেছে। জানা গেছে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের বড় একটি অংশ বদলির জন্য বিভিন্ন ধরণের ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।

বদলি হতে বিভিন্ন ধরণের প্রতারণার আশ্রয় নেয়া এসব শিক্ষকদের চিহ্নিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ খবর জানা গেছে।

ওই পরিপত্রে বলা হয়েছে, ওইসব শিক্ষকরা নানা উপায়ে ভুয়া বদলি আদেশ জারি করে বদলিকৃত বিদ্যালয়ে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট অথবা ইমেইল হতে এধরণের বদলির আদেশ যাচাই করে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বদলি ক্ষেত্রে কোন সন্দেহ হলে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্টদের অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এর সাথে পরামর্শ করে নিতে বলা হয়েছে।

ভুয়া ও প্রতারণামূলক এসব বদলি আদেশ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িক বরখাস্তসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতিমধ্যে পরিপত্রের এ কপি সকল বিভাগীয় উপরিচালক এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।prymary-order

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।