বকেয়া টাইম স্কেল পেলেন স্কুল-কলেজের ১৩২ কর্মচারী

Image

ঢাকাঃ দেশের বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত ১৩২ জন কর্মচারী বকেয়া টাইম স্কেল পেয়েছেন। তাঁদের বকেয়া টাইম স্কেল মঞ্জুর করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

টাইম স্কেল মঞ্জুর করে এক অফিস আদেশ জারি করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

আদেশে বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় এবং চাকরি বহি ও অর্থ মন্ত্রণালয়ের জারি করা সার্কুলারগুলো পর্যালোচনা করে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) ২০২১ সালের ২১ জুনের সভার সুপারিশ ও অর্থ বিভাগের জারি করা আদেশ অনুসারে নিষ্পত্তিযোগ্য মতামতের আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২০২৩ সালের ২৬ জানুয়ারির নির্দেশনা মোতাবেক ওই ১৩২ কর্মচারীকে বকেয়া টাইম স্কেল বা উচ্চতর স্কেল মঞ্জুর করা হলো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।