প্রাথমিক বৃত্তি পরীক্ষাও হবে না-প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম শ্রেণি থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার প্রস্তাব মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উত্থাপন করা হবে আজ সোমবার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি এরই মধ্যে মন্ত্রিপরিষদে পেশ করেছে। মন্ত্রিপরিষদের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকার সম্প্রতি প্রাথমিক শিক্ষাকে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে উন্নীত করে। এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। মন্ত্রীদ্বয় বলেছিলেন, অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী হবে না। প্রাথমিক বৃত্তি পরীক্ষাও হবে না। তাঁরা আরো বলেন, প্রস্তাবটি শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদন করা হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।