প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোয় শিক্ষকদের ক্ষোভ

Image

নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০২১:

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শীতকালীন ছুটি আজ রোববার (১৯ ডিসেম্বর) থেকে শুরু হওয়ার কথা থাকলেও ছুটি কমানো হয়েছে। ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শীতকালীন ছুটি।

গতকাল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শীতকালীন ছুটি পুনঃনির্ধারণ করে আলাদা আলাদা আদেশ জারি করা হয়েছে। এদিকে কর্মকর্তাদের ছুটির দিনে আদেশ জারি করে স্কুলগুলোতে ছুটি কমানোয় শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

শিক্ষকরা বলছেন, বেশিরভাগ শিক্ষার্থীর মূল্যায়ন শেষ। তারা স্কুল ছুটি দিয়ে দিয়েছেন। এই তিন দিন কাকে তারা ক্লাস করাবেন সে প্রশ্ন শিক্ষকদের মুখে মুখে। আর হঠাৎ ছুটি কমানোর সিদ্ধান্তকে ‘অপরিকল্পিত, অপরিপক্ক, অমানবিক ও বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন শিক্ষক নেতারা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, বার্ষিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ১৯ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বড়দিন ও শীতকালীন অবকাশ ছুটি নির্ধারিত থাকে। কিন্তু ব্লেন্ডেড রুটিনের অজুহাতে শনিবার সরকারি অফিস বন্ধের দিনে দুপুরে উপসচিব নাজমা শেখ স্বাক্ষরিত আদেশে ছুটি পুনঃ নির্ধারণ করা হয়।

ছুটি পুনঃনির্ধারণে আগামী ২৪ থেকে ২৯ তারিখ পর্যন্ত ছুটি কার্যকরীর কথা বলা হয়েছে। যা ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার লক্ষ শিক্ষকের মধ্যে অসন্তোষের শোকে পরিনত হয়।

শিক্ষকরা জানান, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতোমধ্যে অধিদপ্তরের দেওয়া ক্যালেন্ডার অনুযায়ী বিদ্যালয় ছুটি দিয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।